১০)
ভাবিস না বদলে গেছি আমি।
সময়টা বদলে গেছে,
বদলে গেছে হাতঘড়ি
বদলে গেছে-
তোর আর আমার
চাওয়া পাওয়ার চাওয়া-চাওয়ি।
প্রচন্ড শীত
আমাদের মাঝে স্থান করে নিয়েছে-
কোন এক সাইবেরিয়ান অতিথি পাখি
তুই ভাবছিস-
এতো শীতে.. হ্যাঁ এতো শীতে
কেন এসেছে এ পাখি?
বারবার ভেবে মুগ্ধ হচ্ছিস..
আর বারবার.. মুগ্ধই হচ্ছিস!
আর আমি ভাবছি-
আমি ভাবছি হায়
মাইনাস কয়েক ডিগ্রী সেলসিয়াস
সহ্য করতে পারেনি তাই
নাতিশীতোষ্ণ এ অঞ্চলে
উড়ে এসেছে জুড়ে বসেছে
ঠিক আমাদের মাঝামাঝিতে..
আর মুগ্ধ হচ্ছিস তুই!
সময় হবে
ঘড়ির কাঁটা ঘুরবে
ক্যালেন্ডারের পাতা বদলাবে
ফিরে যাবে সাইবেরিয়ান পাখি
আমি জানি..
আমি জানি তুই ফিরে আসবি
ফিরে আসবি ভুল বোঝা শঙ্খের সুরে
হয়তো একটু জল ফেলে কাঁদবি
এ আর এমন কি?!
মাঝখানের এ সময়টা হবে ফাঁকি।
বুঝবি..
মানুষকে বোঝার অনেকটা এখনো বাকি।
০৯.০১.২০১৪ (শেষ প্যারা)
ডিসেম্বর ২০১৩'র কোন এক দিন (বাকি অংশ)
১১)
যাচ্ছে দিন, বাড়ছে ঋণ
সুদিন আসছে কই?
নীড়গুলোতে পাখি ফেরে
একলা বসে রই
সন্ধ্যা নামে, রাস্তা পাড়ে
ফুচকা খাচ্ছে ওই,
নিয়ন আলোয় যায় না চেনা
চেনা তুই কই?
(ডিসেম্বর ২০১৩)
ভাবিস না বদলে গেছি আমি।
সময়টা বদলে গেছে,
বদলে গেছে হাতঘড়ি
বদলে গেছে-
তোর আর আমার
চাওয়া পাওয়ার চাওয়া-চাওয়ি।
প্রচন্ড শীত
আমাদের মাঝে স্থান করে নিয়েছে-
কোন এক সাইবেরিয়ান অতিথি পাখি
তুই ভাবছিস-
এতো শীতে.. হ্যাঁ এতো শীতে
কেন এসেছে এ পাখি?
বারবার ভেবে মুগ্ধ হচ্ছিস..
আর বারবার.. মুগ্ধই হচ্ছিস!
আর আমি ভাবছি-
আমি ভাবছি হায়
মাইনাস কয়েক ডিগ্রী সেলসিয়াস
সহ্য করতে পারেনি তাই
নাতিশীতোষ্ণ এ অঞ্চলে
উড়ে এসেছে জুড়ে বসেছে
ঠিক আমাদের মাঝামাঝিতে..
আর মুগ্ধ হচ্ছিস তুই!
সময় হবে
ঘড়ির কাঁটা ঘুরবে
ক্যালেন্ডারের পাতা বদলাবে
ফিরে যাবে সাইবেরিয়ান পাখি
আমি জানি..
আমি জানি তুই ফিরে আসবি
ফিরে আসবি ভুল বোঝা শঙ্খের সুরে
হয়তো একটু জল ফেলে কাঁদবি
এ আর এমন কি?!
মাঝখানের এ সময়টা হবে ফাঁকি।
বুঝবি..
মানুষকে বোঝার অনেকটা এখনো বাকি।
০৯.০১.২০১৪ (শেষ প্যারা)
ডিসেম্বর ২০১৩'র কোন এক দিন (বাকি অংশ)
১১)
যাচ্ছে দিন, বাড়ছে ঋণ
সুদিন আসছে কই?
নীড়গুলোতে পাখি ফেরে
একলা বসে রই
সন্ধ্যা নামে, রাস্তা পাড়ে
ফুচকা খাচ্ছে ওই,
নিয়ন আলোয় যায় না চেনা
চেনা তুই কই?
(ডিসেম্বর ২০১৩)
No comments:
Post a Comment