Wednesday 27 March 2013

ড্রাফট লেটার

৮)

শুনলাম তুমি নাকি ইদানিং..
মাঝরাতে বারান্দায় দাঁড়িয়ে থাকো?
ফুঁপিয়ে কাঁদো নাকি?
খুব একা লাগে?
পৃথিবীটা অচেনা গ্রহ মনে হয়?

না, আমিতো জানি অনেক কঠিন তুমি
আবেগ লুকোতে জানো
মিথ্যে হাসিতে প্রতিক্রিয়া লুকিয়ে রাখো
ক্লিন ইমেজের খাতিরে বিশ্বস্ত সঙ্গী ছাড়তে জানো..

তাহলে কিসের এতো একাকীত্ব,
কিসের এতো ভয়?
টুপ করে চোখের জল পড়ে যাবে বলে?!

চিন্তা করোনা,
রাঙ্গা চোখে এক পশলা বৃষ্টি পবিত্র করে দেবে তোমায়,
আমার বুকে জমে থাকা অভিমানের পাহাড় ধসে গুড়ো গুড়ো হয়ে যাবে
..অপেক্ষায় থাকলাম!

২৭.০৪.১৩

Sunday 24 March 2013

ড্রাফট লেটার

৬)


তারপরও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়
প্রশ্নের বিপরীতে তবু প্রশ্ন দাঁড় করাও..
তুমি ভাল করেই জানো
একটি প্রশ্নবোধক চিহ্নের উওর কখনো আরেকটি প্রশ্নবোধক চিহ্নে হয়না..
তবু তুমি অনিয়মের আশ্রয়ে লুকোচুরি খেল
আর আমি..
আমি থেকে যাই ঝুলন্ত..
দেদ্যুলমান!
হয়তোবা আমি আকাশে ভাসমান মাইন
দেখতে পাবেনা কার্টুনে আঁকা বিস্ফোরণের সাইন!

তারপরও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়
তবু তুমি প্রশ্নের বিপরীতে প্রশ্ন দাঁড় করাও
উত্তরের বৃথা আশা করিনা..
জানি আমার বিপরীতেই যাবে স্রোত
বোবা বাতাসেই ভাসাই ক্রোধ
আমাতেই আজ আসক্ত সব একাকীত্ববোধ!
০৮.১২.১২


৭)

মশারীর ছিদ্রে আর জ্বলন্ত কয়েলের শেষ কুন্ডলীতে
রক্তপিপাসু মশারা যেন গোলকীপারবিহীন ফাঁকা পোষ্ট পায়,
একটার পর একটা গোল দিয়ে বিপর্যস্ত করে ফেলে অরক্ষিত আমাকে
একটু একটু করে তাজা রক্ত নিয়ে উড়ে যায় তারা..

আর ওপারের গ্যালারীতে..
বিজয়ীর বেশে উল্লাসে ফেঁটে পড়া তোমাকে জড়িয়ে হাসতে থাকে তারা
পরাজিত আমি বারবার হেরে আর্তনাদ পাঠাই..
নির্লিপ্ত থেকে.. খু-উ-ব নীরবে!
০৩.০৩.১৩

Sunday 3 March 2013

কয়েদী হওয়ার আগের কবিতাগুলি


১)
বিশ্বাস করো..
এখনো কারো মায়ার ঝাঁপিতে বাঁধা পড়িনি
দুঃসাহসী হয়ে আঁধারের খোঁজে কারো পাত্রের খাবারের ফাঁদে আটকা পড়িনি..
বিশ্বাস করো!

ক্ষুধার্ত পথিকের বেশে ঘুরেছি কতো পথ
তবু আগ বাড়িয়ে যাইনি
বোকার মতো কারো ঝাঁপির আশেপাশে ভিড়াইনি..
বিশ্বাস করো!

বেওয়ারিশ হয়ে বেচেছি, তবু
কারো খোঁয়াডে রাত কাঁটাইনি..
বিশ্বাস করো.. বিশ্বাস!
 ১৩.০৭.১২

ড্রাফট লেটার


৪)
আমি
না হয় ভালোবাসার বহেমিয়ান হয়ে থাকলাম
ঘুরে ঘুরে সবাইকে একটু-আধটু ভালোবাসলাম
শুধুই এককেন্দ্রিক ভালোবাসায় কাউকে বেঁধে নয়
হাজারটা মানুষের মাঝে সুপ্ত নিরেট 'মায়া কান্না'টা কে জাগাতে চাই
আর চাই দু'চারদিনের অন্তহীন "ভালবাসি-ভালবাসি" বুলি টা না আউড়াতে
জীবনভর না হয় সবার "বেদন-কথন"-এর শ্রোতা হয়েই থাকলাম
কারো দুর্যোগের ঘনঘটা দেখে দৌড়ে আগলে নিলাম
শুনছো কি তুমি? আমি কি বললাম?!
১৬.০৬.১২

৫)
বিলুপ্ত বিরহে জল ঢেলে বিভীষিকা বাড়াও কেন তুমি?
জানোনা, কিছু জলে আগুন তেঁতে ওঠে।
আর কিছু কেরোসিন জ্বলন্ত আগুন নিভিয়ে দেয়!
০৩.০৩.১৩