Wednesday, 12 November 2014

Midnight Grief

এখান থেকে আকাশ দেখা যায় না
মধ্যরাতে বাদুড় কি ওড়ে?
জানালার গ্লাসে সবই ব্ল্যাক
আচ্ছা, পুলিশের পকেটে কি.. থাকে মানিব্যাগ?

হুইসেল বাজে ফাঁকা রাস্তায় আর
নিয়ন আলোয় বেওয়ারিশ কুকুর
ফুটপাতে শোয়া পাগলীটা হাসে-
হু হা হা.. খ্যাঁক, খ্যাঁক!
আচ্ছা.. রক্ত হবে কি বরুণার জন্য
করুণা করে হলেও.. 'ও পজেটিভ' এক ব্যাগ?

Tuesday, 26 August 2014

মধ্যরাতে বৃষ্টি

যে শহরে বৃষ্টি নামে মধ্যরাতে
ভিজিয়ে যায় বহুতল বাড়ীর ছাদের অ্যান্টেনা, চিলোকোঠা
আর একঝলকে বৃষ্টিস্নাত হয় ছোট্টবারান্দা
সে শহরে কেউ কেউ জেগে থাকে বৃষ্টি নামবে বলে
অধিকাংশ রাতেই বৃষ্টি নামে না
নামাতে হয় জোর করে।

যে শহরে আকাশের গর্জন শোনা যায় মধ্যরাতে
বৃষ্টি নামবে বলে আয়োজন করে অপেক্ষায় থাকে করপোরেশনের প্রহরীরা
হুইসেল বাড়িয়ে সেক্টরপুলিশের সাইকেল চলে যায় সাঁ সাঁ করে
সে শহরে মেঘের বাড়ী ছেড়ে বৃষ্টি নামে না কখনো কখনো
জোর করে নামাতে হয়..
কখনো মেঘের জলে, কিংবা অভিমানি ষোড়শীর চোখের জলে!

২৬.০৮.১৪
উওরা, ঢাকা

Thursday, 9 January 2014

ড্রাফট লেটার

১০)

ভাবিস না বদলে গেছি আমি।
সময়টা বদলে গেছে,
বদলে গেছে হাতঘড়ি
বদলে গেছে-
তোর আর আমার
চাওয়া পাওয়ার চাওয়া-চাওয়ি।

প্রচন্ড শীত
আমাদের মাঝে স্থান করে নিয়েছে-
কোন এক সাইবেরিয়ান অতিথি পাখি
তুই ভাবছিস-
এতো শীতে.. হ্যাঁ এতো শীতে
কেন এসেছে এ পাখি?
বারবার ভেবে মুগ্ধ হচ্ছিস..
আর বারবার.. মুগ্ধই হচ্ছিস!

আর আমি ভাবছি-
আমি ভাবছি হায়
মাইনাস কয়েক ডিগ্রী সেলসিয়াস
সহ্য করতে পারেনি তাই
নাতিশীতোষ্ণ এ অঞ্চলে
উড়ে এসেছে জুড়ে বসেছে
ঠিক আমাদের মাঝামাঝিতে..
আর মুগ্ধ হচ্ছিস তুই!

সময় হবে
ঘড়ির কাঁটা ঘুরবে
ক্যালেন্ডারের পাতা বদলাবে
ফিরে যাবে সাইবেরিয়ান পাখি
আমি জানি..
আমি জানি তুই ফিরে আসবি
ফিরে আসবি ভুল বোঝা শঙ্খের সুরে
হয়তো একটু জল ফেলে কাঁদবি
এ আর এমন কি?!
মাঝখানের এ সময়টা হবে ফাঁকি।
বুঝবি..
মানুষকে বোঝার অনেকটা এখনো বাকি।


০৯.০১.২০১৪ (শেষ প্যারা)
ডিসেম্বর ২০১৩'র কোন এক দিন (বাকি অংশ)



১১)

যাচ্ছে দিন, বাড়ছে ঋণ
সুদিন আসছে কই?
নীড়গুলোতে পাখি ফেরে
একলা বসে রই

সন্ধ্যা নামে, রাস্তা পাড়ে
ফুচকা খাচ্ছে ওই,
নিয়ন আলোয় যায় না চেনা
চেনা তুই কই?


(ডিসেম্বর ২০১৩)