৬)
তারপরও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়
প্রশ্নের বিপরীতে তবু প্রশ্ন দাঁড় করাও..
তুমি ভাল করেই জানো
একটি প্রশ্নবোধক চিহ্নের উওর কখনো আরেকটি প্রশ্নবোধক চিহ্নে হয়না..
তবু তুমি অনিয়মের আশ্রয়ে লুকোচুরি খেল
আর আমি..
আমি থেকে যাই ঝুলন্ত..
দেদ্যুলমান!
হয়তোবা আমি আকাশে ভাসমান মাইন
দেখতে পাবেনা কার্টুনে আঁকা বিস্ফোরণের সাইন!
তারপরও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়
তবু তুমি প্রশ্নের বিপরীতে প্রশ্ন দাঁড় করাও
উত্তরের বৃথা আশা করিনা..
জানি আমার বিপরীতেই যাবে স্রোত
বোবা বাতাসেই ভাসাই ক্রোধ
আমাতেই আজ আসক্ত সব একাকীত্ববোধ!
০৮.১২.১২
৭)
মশারীর ছিদ্রে আর জ্বলন্ত কয়েলের শেষ কুন্ডলীতে
রক্তপিপাসু মশারা যেন গোলকীপারবিহীন ফাঁকা পোষ্ট পায়,
একটার পর একটা গোল দিয়ে বিপর্যস্ত করে ফেলে অরক্ষিত আমাকে
একটু একটু করে তাজা রক্ত নিয়ে উড়ে যায় তারা..
আর ওপারের গ্যালারীতে..
বিজয়ীর বেশে উল্লাসে ফেঁটে পড়া তোমাকে জড়িয়ে হাসতে থাকে তারা
পরাজিত আমি বারবার হেরে আর্তনাদ পাঠাই..
নির্লিপ্ত থেকে.. খু-উ-ব নীরবে!
০৩.০৩.১৩
তারপরও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়
প্রশ্নের বিপরীতে তবু প্রশ্ন দাঁড় করাও..
তুমি ভাল করেই জানো
একটি প্রশ্নবোধক চিহ্নের উওর কখনো আরেকটি প্রশ্নবোধক চিহ্নে হয়না..
তবু তুমি অনিয়মের আশ্রয়ে লুকোচুরি খেল
আর আমি..
আমি থেকে যাই ঝুলন্ত..
দেদ্যুলমান!
হয়তোবা আমি আকাশে ভাসমান মাইন
দেখতে পাবেনা কার্টুনে আঁকা বিস্ফোরণের সাইন!
তারপরও একটা প্রশ্নবোধক চিহ্ন থেকে যায়
তবু তুমি প্রশ্নের বিপরীতে প্রশ্ন দাঁড় করাও
উত্তরের বৃথা আশা করিনা..
জানি আমার বিপরীতেই যাবে স্রোত
বোবা বাতাসেই ভাসাই ক্রোধ
আমাতেই আজ আসক্ত সব একাকীত্ববোধ!
০৮.১২.১২
৭)
মশারীর ছিদ্রে আর জ্বলন্ত কয়েলের শেষ কুন্ডলীতে
রক্তপিপাসু মশারা যেন গোলকীপারবিহীন ফাঁকা পোষ্ট পায়,
একটার পর একটা গোল দিয়ে বিপর্যস্ত করে ফেলে অরক্ষিত আমাকে
একটু একটু করে তাজা রক্ত নিয়ে উড়ে যায় তারা..
আর ওপারের গ্যালারীতে..
বিজয়ীর বেশে উল্লাসে ফেঁটে পড়া তোমাকে জড়িয়ে হাসতে থাকে তারা
পরাজিত আমি বারবার হেরে আর্তনাদ পাঠাই..
নির্লিপ্ত থেকে.. খু-উ-ব নীরবে!
০৩.০৩.১৩
No comments:
Post a Comment