Sunday, 3 March 2013

ড্রাফট লেটার


৪)
আমি
না হয় ভালোবাসার বহেমিয়ান হয়ে থাকলাম
ঘুরে ঘুরে সবাইকে একটু-আধটু ভালোবাসলাম
শুধুই এককেন্দ্রিক ভালোবাসায় কাউকে বেঁধে নয়
হাজারটা মানুষের মাঝে সুপ্ত নিরেট 'মায়া কান্না'টা কে জাগাতে চাই
আর চাই দু'চারদিনের অন্তহীন "ভালবাসি-ভালবাসি" বুলি টা না আউড়াতে
জীবনভর না হয় সবার "বেদন-কথন"-এর শ্রোতা হয়েই থাকলাম
কারো দুর্যোগের ঘনঘটা দেখে দৌড়ে আগলে নিলাম
শুনছো কি তুমি? আমি কি বললাম?!
১৬.০৬.১২

৫)
বিলুপ্ত বিরহে জল ঢেলে বিভীষিকা বাড়াও কেন তুমি?
জানোনা, কিছু জলে আগুন তেঁতে ওঠে।
আর কিছু কেরোসিন জ্বলন্ত আগুন নিভিয়ে দেয়!
০৩.০৩.১৩

No comments:

Post a Comment