Saturday, 4 May 2013

অভিমানপত্র

হাজারটা অভিযোগে অভিযুক্ত করতে পারি তোমায়
আসামী করে কাঠগড়ায় দাঁড় করিয়ে একটার পর একটা সাক্ষ্য দিতে পারি
মশাল মিছিলে আড়াল হওয়া অন্ধকারের মতো কেটে পড়া অভিমান ছড়িয়ে লাভ নেই
আড়ালেই থেকে যাবে সব লেনা-দেনা
আড়ালেই থাকবে যতো মিথ্যে স্বপ্নবোনা..

উড়ে যাওয়া ঘুম জুড়ে বসবে তোমার দু'চোখে
তবু কাছে পাবেনা নিশ্চিন্ত কিছু স্বপ্ন
স্বপ্ন দেখার আকুলতায় ব্যর্থ হবে,
স্বপ্ন বেচার অপবাদে ক্ষয়ে ক্ষয়ে যাবে তোমার চোখ
তবু আর স্বপ্ন দেখতে পাবেনা।

নির্ঘুম ক্লান্তির ভেলায় ভেসে যাওয়া রাতে অমবস্যা নামবে বারবার
চাঁদ-তারার অবিশ্বাস তোমায় একা রাখবে চিরকাল
চিরকাল অন্ধকারেই রয়ে যাবে
ওদের দারুণ অবাধ্যতায়!

০৪.০৫.১৩

No comments:

Post a Comment