Thursday, 4 July 2013

খামখেয়ালীপনা

আমি জানতাম একদিন মেঘ হবে
আকাশ ডাকবে
বৃষ্টি ঝরবে
তবু ইচ্ছে করে ছাতা সঙ্গে নেইনি
জানি বৃষ্টি ভেঁজা তোর একদমই পছন্দ নয়।

আমি জানতাম অনেক কিছু লিখতে হবে
পাতা ভরাতে হবে
কষ্ট ঝরাতে হবে
তবু ইচ্ছে করেই এক্সট্রা পেন আনিনি
জানি 'না লেখা' কথা তুই বুঝে নিবি।

আমি জানতাম অনেকটা পথ হাঁটতে হবে
অনেক কথা হবে
পায়ে পায়ে
তবু প্রায়-ছেড়া জুতো নিয়েই বেরিয়েছি
জানি বাকীটা পথ বসেই কাঁটিয়ে দেয়া যাবে।

আমি জানতাম অনেকটা রাত জাগতে হবে
অনেক কথা হবে
তবু মুঠোফোনটার ব্যাটারী চার্জ করিনি
তবু তুই রাতভর জেগে থাকবি
জানতাম চার্জ ফুরোলেও তোর কথা শেষ হবে না।

আমি জানতাম একদিন সব ভেঙ্গে যাবে
ভেঙ্গে-চুরে টুকরো টুকরো হয়ে যাবে
টুকরো টুকরো হয়ে অদৃশ্য অতীত হয়ে যাবে
তবু তুই-আমি কেউই ভুলে থাকতে পারবো না
জানি সম্পর্ক কখনো ঠুনকো হয় না।

২৪.৫.১৩