১)
২)
অসীম আনন্দের ভীড়ে হঠাৎ খুঁজে পাই অতলে থাকা নিরান্দকে
ভুল পথে চলেছি হেটে
ভুলের শেষ দেখবো বলে
পথ হারিয়ে বারেবার,
ভুলের মাঝে আসছি ফিরে।
২৯.০৪.১২
২)
অসীম আনন্দের ভীড়ে হঠাৎ খুঁজে পাই অতলে থাকা নিরান্দকে
হাজার বছর ধরে সাগরের নীলে
ডুবে থাকা কোন নৌযানের খোঁজ পাওয়া ডুবুরীর অনুভূতি ভর করে আমাতে,
শত বছরের জীর্ণতায় জর্জরিত দেয়ালের গায়ে লেপ্টে থাকা শ্যাওলার মত তোমার স্মৃতিরা জড়িয়ে আছে
আমার মনের নীল আকাশটাকে এখনো
মেঘলা করে দেয়
১৪.০৪.২০১২
১৪.০৪.২০১২
৩)
বুঝতে পারি আমি সব অজুহাত
সময়ের ব্যবধানে অন্তরঙ্গতার
এ-হাত ও-হাত
অপদার্থের মতো মেনে নিলে
যায়না আমার জাত
নাটকের সমাপ্তি দেখবো –এ
আমার স্বাদ!
বুঝতে পারি ব্যস্ততা তোমার
হাজার হোক খোঁজ নেয়াটাই পাপ
মুখে হাসি রেখে বলি
অপমান মেনে নিতে নেই কোন
লাজ!
১৬.১২.২০১২